Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাগমারায় নিখোঁজের পরদিন পুকুর থেকে লাশ উদ্ধার


দৈনিক পরিবার | বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:০৭ পিএম বাগমারায় নিখোঁজের পরদিন পুকুর থেকে লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর এক ভ্যানচালকের ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই ভ্যানচালকের নাম নয়ন হোসেন (৩৬)। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। 
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাড়ির কাছাকাছি এক পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে লোকজন মচমইল রাজবাড়ির পাশের এক পুকুরে এক যুবকের ভাসামান লাশ দেখতে পান। তবে লোকজন এসে নয়নের লাশ সনাক্ত করে। থানায় খবর দেওয়া হলে দুপুর দুইটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তাঁর স্ত্রী রাণী খাতুন জানান, তাঁর স্বামী পেশায় একজন ভ্যানচালক। গতকাল শুক্রবার তাঁর স্বামী ভ্যানটি বিক্রি করেন। রাতে আর বাড়িতে ফিরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজেও পাননি। আজ দুপুরে লোকজন পুকুরে গোসল করতে গিয়ে ভাসমান লাশটি দেখতে পান। 
কীভাবে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে তা বলতে পারছেন না। নয়ন হোসেন নেশাগ্রস্ত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Side banner