জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার সন্ধ্যায় মাজালিয়া মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাজালিয়া গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঘোড়দৌড় পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, গত ২৫ বছর ধরে মাজালিয়া মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয়ে আসছে।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের অর্ধশতাধিক ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন ডোয়াইল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মুর্শেদুল আলম। এতে সভাপতিত্ব করেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফয়জুল কবির তালুকদার।
সিন্দুরআটার কবির হোসেনের ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া বলেন, গ্রামের মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :