Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রকল্প পরিচালকের নিকট ধর্মীয় অনুভূতির আঘাতের অভিযোগ


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৪৮ পিএম প্রকল্প পরিচালকের নিকট ধর্মীয় অনুভূতির আঘাতের অভিযোগ

ঢাকায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক এর নিকট ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন সাবেক এক শিক্ষক। তিনি হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের কালাই হাঁটা গ্রামের নরেশ চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র।
লিখিত অভিযোগ সুত্রে ও সাবেক শিক্ষক নিমাই প্রতিবেদক কে জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে ২০১২ইং সালে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষক হিসাবে নিয়োগ পান। এরপর প্রথম মিটিংএ অফিসে গিয়ে পরিচয় ঘটে কম্পিউটার অপারেটর শিরিন আক্তারের সাথে। কিন্তু বছর খানেক পর থেকেই বিভিন্ন কারণে তাকে উৎকোচ দিতে হতো। হঠাৎ গত বছর তিনি আমার কাছে দশ টাকা দাবি করেন। আমি তার দাবির টাকা পরিশোধ না করায় বিনা কারণে নিয়মকে অনিয়ম বানিয়ে আমার চাকরি খেয়ে ফেলেন মর্মে জানান সাবেক শিক্ষক নিমাই। 
নিমাই আরো বলেন, আমার কাছে কিছু শিক্ষা উপকরণ ছিল। শিরিন আক্তার মুঠোফোন সেটি চেয়ে বসেন। আমি শিক্ষা উপকরণ গুলো দিতে চেয়েছি তবে লিখিত ভাবে। এটি জানানো মাত্রই তিনি রাগান্বিত হয়ে সালা মালোয়ান, নেংটির বাচ্চা নেংটিরা তো বাঁকা রে, এ ছাড়াও বিভিন্ন অকথ্য ভাষায় ফোনে গালিগালাজ করে।
শিরিন আক্তারের এমন আচরণে সাবেক শিক্ষক নিমাই হতভম্ব হয়ে পড়ে এবং শিক্ষক নিমাই উক্ত শিরিনের কথাতে চরম ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে জানান তিনি। ন্যায় বিচার চেয়ে ঢাকা প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। 
এদিকে অফিস সুত্রে জানা গেছে উক্ত কম্পিউটার অপারেটর শিরিন আক্তার ২০১২ সাল থেকে কর্মরত আছেন তবে অন্যান্য দের বদলি হলেও তিনি বহাল তবিয়তে এখনো রয়েছেন। বিষয়টি নিয়ে বগুড়া মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রকল্প পরিচালক নকুল বর্মন বলেন, আমাকে সাবেক শিক্ষক নিমাই মৌখিক ভাবে জানিয়েছেন, তবে দু'জনকে একত্রিত করে শুনতে পারলে বিষয়টি পরিষ্কার হতো।
ওই অফিসের কম্পিউটার অপারেটর শিরিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে গালিগালাজের বিষয়টি স্বীকার করে তিনি বলেন এগুলো পত্রিকায় লিখে কোন লাভ হবেনা। 

Side banner