Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
বিজয় দিবস উপলক্ষে

বাঘারপাড়ায় জামায়াতের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | সাঈদ ইবনে হানিফ ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৫৮ এএম বাঘারপাড়ায় জামায়াতের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় এক ব্যাতিক্রমী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাসুয়াড়ী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এই প্রীতি  ফুটবল খেলার আয়োজন করা হয়। 
এতে যুব জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা দুই দলে বিভক্ত হয়ে  ১৫ মিনিট করে  ৩০ মিনিটের এই প্রীতি ফুটবল খেলা টি স্থানীয় দর্শক আনন্দের সাথে উপভোগ করে। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর পৌর শাখার প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আশরাফ আলী, বাসুয়াড়ী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সেক্রেটারি তুহিন আক্তার পলাশ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, সহ সভাপতি ডাঃ মোঃ বাকি বিল্লাহ, প্রচার সম্পাদক শিমুল রানা, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ডাঃ মোঃ হুমায়ুন কবির,  ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ শামিম রেজা, সেক্রেটারি হুমায়ুন কবির, ৫ নং ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন। 
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আমিরুল ইসলাম বুলু, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সোহরাব হোসেন, সেক্রেটারি মাওলানা মোঃ এরশাদ আলী, মাওলানা শহিদুল ইসলাম বুলবুল প্রমুখ। 
এর আগে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় ।

Side banner