Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজদিখানে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত


দৈনিক পরিবার | সিরাজদিখান প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:৩৩ পিএম সিরাজদিখানে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত

সিরাজদিখানে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয়য়ের ৫৩ তম বার্ষিকী। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘটে। পরক্ষণেই উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সিরাজদিখান প্রেসক্লাব, ঝিকুট ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম, টাচিং সোলস ইন্টারন্যাশনাল, বিভিন্ন স্কুল-কলেজসহ সর্বস্তরের মানুষ।
জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লেতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), অফিসার ইন-চার্জ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এছাড়াও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদ, বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেন, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, ১ম যুগ্ম-সম্পাদক শাহরিয়ার শুভ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, শান্ত, ইয়ামিন, নাইম, সৌরভ, সৈয়দ মেহেদী, কায়েস, ঝিকুট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন প্রমুখ অংশগ্রহণ করেন।

Side banner