Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী, পাবনা প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:০১ পিএম পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার  শিক্ষা ও  সমাজ সেবামূলক প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল। ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহসানের সঞ্চালনায় উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরবী বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, শিক্ষক প্রতিনিধির রফিকুল আলম, সহকারী মৌলবী আরিফুল ইসলাম। 
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বুদ্ধিজীবীদের হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশীদের দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রজনতা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে এবং বিজয়  ছিনিয়ে এনেছে। 
তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে শহীদ বুদ্ধিজীবীদের জীবন দান সার্থক হবে।

Side banner