জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী খাগড়িয়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছরের ঐতিহ্যবাহী খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হয়। খাগড়িয়া কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
মন্দির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দান ইউনিয়নের খাগুড়িয়া এলাকায় খাগড়িয়া কালি মাতা মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছরের ঐতিহ্যবাহী দিনব্যাপী খাগড়িয়া খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সমাগম ঘটে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ উৎসব চলে।
উৎসবের মধ্যে ছিল ঢাক, কাসর ঘন্টা, মায়ের মন্দিরে ভক্তরা ফল, প্যাড়া, সন্দেশ, প্রসাদ ও খাবার বিতরণ করেন। মন্দির প্রাঙ্গণ এলাকা জুড়ে বিশাল মেলাও বসে। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, মহাদেব সাহা, উপজেলা ব্রাহ্মণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার গোস্বামী, ব্যবসায়ী তাপস কুমার দে, শংকর লাল রায় প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত প্রসাদ সাহা জগ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও খাগড়িয়া উৎসব পালন করা হয়।
আপনার মতামত লিখুন :