Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন


দৈনিক পরিবার | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:০৮ পিএম পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন

পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা'র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব ও যুব গ্রুপের সহযোগিতায় এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, পিন্টু চন্দ্র দাশ, মিতা রানী দাশ, মিন্টু অধিকারি ও চামেলি বেগম। 
বক্তারা "জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা, নিরাপদ পানি নিশ্চিতকরণ ও নদী ভাঙ্গন রোধে সরকারের কাছে পর্যাপ্ত বাজেট দাবী করেন। তাছাড়া লবণ পানির প্রবেশ রোধ, নদী খনন ও মিঠা পানির উৎস রক্ষা করার দাবী জানান।

Side banner