Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
সিবিএ নির্বাচনে

যমুনা সার কারখানার জাতীয়তাবাদী দলের মনোনয়নপত্র ক্রয়


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:১১ পিএম যমুনা সার কারখানার জাতীয়তাবাদী দলের মনোনয়নপত্র ক্রয়

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী দল পণ্য প্যানেলে মনোনয়নপত্র ক্রয় করেন। 
জেএফএল ও নির্বাচন পরিচালনা সাব কমিটির সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সি বি এ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 
তফসিল অনুযায়ী আজ বুধবার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২৩ টি পদের জন্য মনোনয়নপত্র বিক্রি করা হয়। আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৯ ডিসেম্বর প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২১ ডিসেম্বর পথিক সহ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ। আগামী ২৯ ডিসেম্বর কারখানার এমপ্লয়ীজ ক্লাব মিলনায়তনে ৫১৯ জন শ্রমিক কর্মচারীদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
আজ বুধবার দুপুরে শ্রমিকর্মচারী ইউনিয়ন সিবিএ নির্বাচনে ২৩ টি পদে জাতীয়তাবাদী দলের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম। এ সময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার সহ কারখানার শ্রমিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 
সিবিএ নির্বাচন পরিচালনা সাব কমিটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিডিএ) নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩ টি পদের জন্য পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র ক্রয় করেন। অন্য কোন সংগঠন মনোনয়নপত্র ক্রয় করেননি। 
কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন দেলোয়ার হোসেন বলেন, সিবিএ নির্বাচনে ২৩ টি পদের জন্য বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেননি। 

Side banner