হবিঞ্জের বাহুবলে সরকারি রাস্তা দখলের অভিযোগ নিয়ে গত ৭ ডিসেম্বর দৈনিক পরিবার পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্য নয়। সংবাদে উল্লেখ করা হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের লস্করপুর কাইতপাড়া গ্রামে মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে এবং ওই এলাকায় ইলিয়াস মিয়া সরকারি রাস্তাও দখল করেছে। সংবাদে আরও উল্লেখ করা হয়েছে ইলিয়াস মিয়া গ্রামের মানুষকে হুমকি প্রদর্শন করে আসছে। উক্ত সংবাদ সত্য নয়। সংবাদদাতাকে ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
ইলিয়াস মিয়া
প্রতিবেদকের বক্তব্য: এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। এতে চলাচলের ব্যঘাত ঘটছে। ঘর নির্মাণের ছবি প্রতিবেদকের হাতে আছে।
আপনার মতামত লিখুন :