Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আলমডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক খবির নিহত


দৈনিক পরিবার | আলমগীর রনি ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:৫৭ পিএম আলমডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক খবির নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খবির উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আসমানখালি বাজারের অদূরে বন্দর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত খবির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাপানিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। এছাড়াও খবির তিন সন্তানের জনক ছিলেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই খবির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকের আসনে হেলপার হুসাইন ছিল। বন্দর মোড়ে পৌছালে পেছন দিক থেকে বাইসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
চিৎলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আইনাল বলেন, নিহত খবির আমার চাচা। তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বলে শুনেছি। ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

Side banner