পিছিয়ে পড়া মানুষদের কিছুটা আইনি সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধ কিশোরীদের জীবন দক্ষতামুলক উন্নয়ন সেশন করেন সামজিক ক্ষমতায়ন ও আইনি কর্মসূচিতে ব্র্যাক। বাল্য বিবাহ বন্ধে ইউনিয়ন পরিষদে সমন্বয় সভা চলমান রয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। হরিপুর উপজেলায় বাল্য বিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভায় বলা হয়, মানুষ যাতে বাল্যবিবাহ না করে সেজন্য গণ-নাটক, সজাগ ১৫ সদস্যের দল, অভিভাবক সভাসহ নির্যাতিত মানুষের উপকারে কাজ করে যাচ্ছে এই সামাজিক ক্ষমতায়ন আইনী সহায়তা কর্মসূচি ব্র্যাক।
হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে এই কার্যক্রম চলমান রয়েছে। আইনী সহায়তা কর্মসূচিতে ১০টি গ্রামে ২৫০ জন কিশোরীদেরকে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয়েছে। তারা যেন নিজের জীবন ও জীবিকা সমপর্কে সচেতন হয়। বাল্যবিয়ে নামক মরণ ফাদে না পড়ে কেউ। তাদেরকে প্রতি মাসে একটি করে জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয় যার নাম স্বপ্নসারথি সেশন। আর সমাজে পিছিয়ে পড়া মানুষদেরকে আইনি সহায়তা দেওয়া হয়। বিশেষ করে পারিবারিক সমস্যা, দেন মোহর ও ভরণ পোষণ, দাম্পত্য জীবন পুনঃধার, বাবা মায়ের ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ ও জমি-জমা সম্পর্কে সঠিক পরামর্শ প্রদান করা হয়।
হরিপুরে জোনাল ম্যানেজার হিসেবে আকসেদ আলী, ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপারানী, এসোসিয়েট অফিসার (সেলপ) সাইফুল ইসলাম দায়িত্ব পালন করছেন।
এই কর্মসূচির সহায়তায় সংসার জীবনে ফিরে অনেকেই সুন্দরভাবে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন এসোসিয়েট অফিসার সাইফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :