Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বাহুবলে সরকারি রাস্তা দখলের অভিযোগ 


দৈনিক পরিবার | শাহ্ মোঃ মামুনুর রহমান ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৩৭ পিএম বাহুবলে সরকারি রাস্তা দখলের অভিযোগ 

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের লস্করপুর কাইতপাড়া গ্রামে মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। 
অভিযোগে জানা যায় যে, কাইতপাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র ইলিয়াস মিয়া সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করেছে। এলাকার লোকজন অভিযোগে জানায় লস্করপুর রেল গেইট  হইতে বীর মুক্তি যোদ্ধা আব্দুস শহিদ রোডে কয়েকটি গ্রামের মানুষ এমন কি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ঐ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহনসহ চলাচল করে আসছে। 
ইলিয়াস মিয়া রাস্তা দখল করে দোকান নির্মাণ করায় রাস্তা চলাচলের সাধারণ মানুষের অসুবিধা দেখা দিয়াছে। গ্রামের মানুষ প্রতিবাদ করলে ইলিয়াস মিয়া তাদের কে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করে আসছে। 
বিষয়টি গ্রামের জনসাধারণ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছে।

Side banner