Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
তালা খুলে দেওয়া হল জিম্মি রেষ্টুরেন্টের

অবশেষে বড়লেখায় নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই যুবলীগ নেতা 


দৈনিক পরিবার | আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:১০ পিএম অবশেষে বড়লেখায় নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই যুবলীগ নেতা 

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন। বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহীদ আহমদ আলতাফের সাথে গত শুক্রবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় নির্দেশনায় জুম্মার নামাজ পূর্ব ধর্মীয় উগ্রবাদ বিরোধী সচেতনতামুলক বয়ানে বাধা প্রদানের জেরে যুবলীগ নেতা জসিম উদ্দিনের মালিকানাধীন বড়লেখা পৌর শহরের জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ও বিয়ানীবাজারের জিস্মি রেষ্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল সর্বস্তরের তৌহিদি জনতা। 
এই অনাকাঙ্খিত ঘটনার সম্মানজনক সমাধানের লক্ষ্যে বুধবার (৪ ডিসেম্বর) রাতে বড়লেখা পৌর শহরের সাফরান রেস্টুরেন্টে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে এক সালিশ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, মসজিদ কমিটির সভাপতি হাজী ফয়জুর রহমান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মউর উদ্দিন, জিম্মি রেস্টুরেন্টে মালিকের শ্বশুর হাজী মতিউর রহমান পাখি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল সহিদ খান, জামায়াত নেতা সোহেল আহমদ, সাবেক মেম্বার মইন উদ্দিন, মুফতী আব্দুল করিম হক্কানি, ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশীদ, আব্দুল হাসিব, আব্দুর রহমান মানিক, শামীম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। 
সভায় জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থী হয়ে বক্তব্য রাখলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে মুসলিম তাওহীদি জনতার প্রতি আহবান জানান। 
পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের উপস্থিতিতে বড়লেখা জিম্মি রেস্টুরেন্টের তালা খুলে দেয়া হয়।

Side banner