Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আদমদীঘিতে ইউপির রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ


দৈনিক পরিবার | আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৪১ পিএম আদমদীঘিতে ইউপির রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের রায় ছাড়াই গ্রামীণ জনপদের সরকারি রাস্তার ইট তুলে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের আতাউর রহমান বাবুর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত প্রায় দুইশ ফিট রাস্তার ইট তুলে ফেলায় চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচল করা জনসাধারণ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর।
ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া এলাকায়। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন আবুল কাশেম।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া পলাশ মাস্টারের বাড়ি থেকে মকবুলের বাড়ি পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য এই গ্রামীণ রাস্তা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ টাকার বরাদ্দে এই এসবিবি রাস্তাটি করা হয়। গত কয়েকমাস আগে এই রাস্তার জায়গার সীমানা নিয়ে আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আতাউর রহমান বাবুর বিবাধ চলছিলো।
এ বিষয়ে চার মাস আগে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম। এরপর তিন মাস আগে জায়গাটি নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সীমানা জরিপ করে দেন। জরিপে জায়গাটি পায় আবুল কাশেম। এসময় জরিপে জায়গায় না পাওয়ায় ওই জরিপ পেপারে স্বাক্ষর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আতাউর রহমান বাবু ও তার পরিবারের লোকজন। এ ঘটনার পরেও মাঝে মধ্যে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর গত মঙ্গলবার সকালে ইউপি পরিষদের গ্রাম্য আদালতের রায় ছাড়াই নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তার ইট তুলে ফেলেন আতাউর রহমান বাবুসহ তার পরিবারের লোকজন। এতে করে চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচল করা পথচারীরা। 
এ ব্যাপারে আতাউর রহমান বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে জায়গা সীমানা নিয়ে তাদের সঙ্গে আমাদের ঝামেলা চলছিলো। ইউনিয়ন পরিষদের একটা লিখিত অভিযোগ দিয়েছি। পরিষদ থেকে আমিন দিয়ে মাপজোখ করে আমাকে জায়গাটি আমার পক্ষে আসে। সেদিন তারা বিষয়টি মানেনি পরে নিজের ক্ষমতা ঘাটিয়ে রাস্তার ইট তুলে ফেলেন। ফলে জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়। এরপর বুধবার দুপুরে স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেই।
ছাতিয়ানগ্রাম ইউপির প্রশাসনিক কর্মকর্তা কুদরত-এ-ইলাহী জানান, ইউপি পরিষদ থেকে আতাউর রহমান বাবুকে কোন রায় দেওয়া হয়নি। তারা কাওকে না জানিয়ে জনসাধারণের ব্যবহৃত রাস্তার ইট তুলে ফেলেছেন। বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের সঙ্গে কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা একটা পদক্ষেপ নেওয়া হবে।

Side banner