Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শার্শার নাভারণ বাজারে স্বস্তির বাজার উদ্বোধন


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৫৩ পিএম শার্শার নাভারণ বাজারে স্বস্তির বাজার উদ্বোধন

জনমনে নাভিশ্বাস কমাতে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ বাজারে চালু করা হলো নায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের স্ব-প্রচেষ্টায় পরিচালিত ব্যাতিক্রমি এই সবজি বিক্রির নাম রেখেছে “স্বস্তির বাজার”। 
বুধবার (৪ ডিসেম্বর) স্বস্তি বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।
"সিন্ডিকেট নিপাত যাক, জনতা মুক্তি পাক", "সবাই মিলে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে "স্বস্তির বাজার" পরিচালনা করা হয়। স্বস্তির বাজারে অত্যান্ত সুলভ মূল্যে পাওয়া যাবে ডিম, বেগুন, তেল, পটল, মসুর ডাল, লাউ, ছোলার ডাল, ঢেঁড়শ, চিনি, মিষ্টি কুমড়া, আটা, কপি, আলু, শিম, লবণ, পেঁপে, কলা, পেঁয়াজ, কাঁচা মরিচ, সবুজ শাক।
উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় নাভারণ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আব্দুর রউফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, শার্শা উপজেলার সুজন হোসেন, নাহিদ আক্তার, ইকরাম মোল্লা, তাজমুল হাসান, হাবিব, রিয়াদ হোসেন ও মেহেদী হাসান প্রমুখ।

Side banner