যশোরের বাঘারপাড়ায় সংঘাত সহিংসতা নিরসনে সম্মিলিত কাজের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি। সভায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক সাংবাদিক সহ পিএফজি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দল জাতি গোষ্ঠীর মধ্যে কারণে অকারণে সংঘাত সহিংসতা লেগে থাকে। বিশেষ করে রাজনৈতিক ধর্মীয় এবং জাতিগত সংঘাত সৃষ্টির উৎস নানা ভাবে আমাদের সমাজ কে উস্কে দেয়ার উপক্রম হচ্ছে। পিএফজির সম্মিলিত প্রচেষ্টায় বাঘারপাড়ায় এখন পর্যন্ত তেমন কোন সংঘাত সহিংসতা ঘটেনি। পিএফজির সদস্যবৃন্দ উপজেলার সব কয়টি ইউনিয়ন এবং এলাকায় সচেতন ভূমিকা পালন করছে।
আপনার মতামত লিখুন :