Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


দৈনিক পরিবার | রফিকুল ইসলাম ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:৩৩ পিএম কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের    আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩ ডিসেম্বর ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় হতে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবন্ধীদের নিয়ে স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় সরকারি শিশু পরিবার (বালক) কুড়িগ্রাম প্রাঙ্গণে কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিএম কুদরাত-ই-খুদা ও সভাপতিত্ব করেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রামের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, ফ্রেসশিপ হ্যান্ডিক্রাপ্টের প্রতিনিধি তাইজুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান সিদ্দিক, প্রোগ্রাম কো অর্ডিনেটর  হাসিমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়, দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার, ডিপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম, এডমিন অফিসার রিয়াদ হোসেন, অডিট অফিসার মোহাম্মদ জুয়েল রানা, নিউরন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রংপুর বিভাগের অডিট অফিসার সাদিয়া আলম, দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ পরিচালক মোছাঃ আসমানি আক্তার মনিরা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Side banner