Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর


দৈনিক পরিবার | আলমগীর রনি ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:০৬ পিএম ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

চুয়াডাঙ্গা দর্শনায় জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে অজাত মন্ডল নামের ভারতীয় এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা পৌর এলাকার জয়নগর সীমান্তের ভারত-বাংলাশে শূন্য রেখায় ৭৬ নং মেইন পিলারের অদূরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহত অজাত মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার পদ্মমালা গ্রামের মৃত ইমান মণ্ডলের ছেলে। তার পাসপোর্ট নম্বর আর-৫৮৯০২৩০।
জানা গেছে, অজাত মণ্ডল তার স্ত্রী আবেদা মণ্ডলকে নিয়ে গত ১৯ নভেম্বর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। পরে গত ২৯ নভেম্বর রাত পৌনে ২টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এরপর দুই দেশের প্রসেসিং শেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনার জয়নগর সীমান্তে বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ, থানা পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাদের উপ¯ি’তিতে নিহত অজাত মন্ডলের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Side banner