Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পোরশা থানা অটো দোলনা ভ্যান শ্রমিক সমিতির কমিটি ঘোষণা


দৈনিক পরিবার | এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৪, ০৬:১৪ পিএম পোরশা থানা অটো দোলনা ভ্যান শ্রমিক সমিতির কমিটি ঘোষণা

নওগাঁর পোরশা থানা অটো দোলনা ও ভ্যান শ্রমিক সমিতির কমিটির ঘোষণা করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় সারাইগাছি মোড়ে থানার সকল অটো দোলনা ও ভ্যান শ্রমিক নিয়ে এই কমিটি গঠন করা হয়।
সবার সর্ব সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে এই কমিটি গঠন করা হয়। অটো দোলনা ও ভ্যান চালকরা বলেন, আমাদের অটো দোলনা ও ভ্যান রাস্তায় চলাচলে অনেক বাধার সম্মুখে পড়তে হয়। এই অবস্থায় বিশৃঙ্খলা হতে পারে তাই বিশৃঙ্খলা এড়াতে একটি কমিটি গঠন করা দরকার। যাতে করে আমাদের কোন বাধার সম্মুখীন হতে না হয়। 
উক্ত সভার সভাপতি মোহাম্মদ নূরুন্নবী সাহেব সবার সম্মতিক্রমে একটি ২১ সদস্য বিশিষ্ট  পূর্ণ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। 
কার্যনির্বাহী কমিটি বৃন্দ মোঃ মোরসালিন তারু ,সভাপতি মো মোহাম্মদ আবুল হাসান ,মোঃ আইয়ুব আলী ,মোঃ মকবুল হোসেন সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সেক্রেটারি ,মোঃ ফরমুদ্দিন সহ সেক্রেটারি ,মোঃ রইছ উদ্দিন অর্থ সম্পাদক ,মোঃ মজি গাঙ্গুরিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ জব্বার,সারাইগাছি প্রচার সম্পাদক ,মোঃ শরিফুল কাতিপুর রোড সম্পাদক এবং আরো সদস্যবৃন্দ ।সভার সভাপতি সাহেব সকল কমিটি বৃন্দকে সঠিক ও সুশৃংখল ভাবে কার্যসম্পাদন করতে অনুরোধ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Side banner