খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পানছড়ির সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা দুইটা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: দলিলুর রহমান।
এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিলটি পানছড়ি বাজার জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় পানছড়ি জিয়া স্কয়ারে।
জামায়াতে ইসলামী বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো: নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মধ্যনগর মসজিদের ইমাম মাওলানা মুফতি মো: মুহিউদ্দিন, পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহামুদ রশিদী, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, ইসলামী আন্দোলনের সভাপতি মো: আবু বক্কর প্রমুখ।
পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশ থেকেও ইসকন নিষিদ্ধ ও সাইফুল হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোসহ পরিবারকে ক্ষতিপূণের ব্যবস্থা করার জোর দাবী জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :