Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৪, ০৮:৩৩ পিএম নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নয়ন তারা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) ১০ টার দিকে নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়কের নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশর সৈয়দ আক্তার নগর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন তারা (৬৫) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর  ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের নূরধর মিয়ার স্ত্রী।
বুড়িশ্বর এলাকার বাসিন্দার জাহির সরদার জানান, আজ সকাল ১০ টার দিকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বুড়িশ্বর সৈয়দ আক্তার নগর বাজারের পশ্চিম দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক  নয়ন তারা কে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পথে তিনি মারা যান।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য  আব্দুল লতিফ এবং  গ্রামের বাসিন্দার নিয়াজ মোহাম্মদ শাহজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Side banner