Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৮:২৪ পিএম ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলায় সড়কের পাশ থেকে মোছাঃ ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মরদেহটি দুপুরের দেখতে পাওয়া যায়। তবে মরদেহ কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ মরদেহটি এখানে রেখে গেছে। কেউ আবার মনে করছেন, হত্যার পর মরদেহ কেউ রেখে যেতে পারে। ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।
জাতীয় পরিচয় পত্র অনুযায়ী, নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। তিনি ডোমার উপজেলার গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর স্ত্রী।
এব্যাপারে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে ফেলায় দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যাইতে পারে।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner