Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

আইনজীবী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ


দৈনিক পরিবার | শাহিন নুরী নভেম্বর ২৭, ২০২৪, ১১:৫৩ পিএম আইনজীবী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা। 
বুধবার দুপুর ২টার দিকে গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও সাবেক বারের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, ল-ইয়াস কাউন্সিলের সাধারন সম্পাদক ছাহিদ আল আজাদ,  অ্যাড. মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম ফকু, খন্দকার আল আমিন প্রমুখ। 
সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান। 
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষানলে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন রুপে আওয়ামীলীগ রাস্তায় নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। হাসিনা হিন্দুদের দিয়ে দেশে ডাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। উগ্রবাদি হিন্দু ইসকনের হামলায় একজন আইনজীবী হত্যা করা হয়েছে। আওয়ামীলীগ দেশ ও দেশের বাহিরে থেকে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শান্তি দাবি করা হয়। দেশে থাকা হিন্দুদের আওয়ামীগের পাতানো পাদে পা না দেওয়ায় আহ্বান জানানো হয়। আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রূত গ্রেফতার শাস্তির দাবি করেন। অন্যাথায় সারা দেশে কঠোর কর্মসূচির দেওয়ার হুশিয়ারি দেন তারা। সমাবেশে চলাকালে আইনজীবীদের ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Side banner