Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি


দৈনিক পরিবার | এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৪, ০৩:২৯ পিএম হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি

গ্রামবাংলায় ঐতিহ্যগত ভাবে গরুর গাড়ি কিছুদিন আগে পর্যন্ত যাতায়াত ও মাল বহনের কাজে প্রভূত পরিমাণে ব্যবহৃত হতো। পায়ে হাঁটা যুগের অবসান হওয়ার পর মানুষ যখন পশুকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শিখলো তখন গরুর গাড়ি হয়ে উঠেছিল স্থল পথের যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম।
পণ্য পরিবহনের পাশাপাশি বিবাহের বরযাত্রী ও কনে বহনের ক্ষেত্রে গরুর গাড়ির কোনো বিকল্প ছিল না। কিন্তু কালের বিবর্তনে গরুর গাড়ি আজ হারিয়ে যাওয়ার পথে।
একসময় গ্রাম বাংলার কৃষকের বাড়ি বাড়ি শোভা পেত নানা ডিজাইনের গরুর গাড়ি। গরুর গাড়িতে টোপর দিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থান চলাচল করতো। টপর বিহীন গরুর গাড়ি ব্যবহার হতো মালামাল পরিবহন ব্যবস্থা ফসল ঘরে তোলা বা বাজারজাতকরণের জন্য।
যান্ত্রিক আবিষ্কার ও কৃষকের মাঝে প্রযুক্তির ছোঁয়া লাগার কারণে গরুর গাড়ির স্থান দখল করে নিয়েছে চার্জার ভ্যান, নসিমন, করিমন, ভুটভুটি ইত্যাদি।
কৃষকসহ সর্বস্তরের মানুষ এখন এই সকল যান্ত্রিক পরিবহনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখন আর গ্রামগঞ্জে গরুর গাড়ি চোখে পড়ে না। সারা দেশ থেকে গরুর গাড়ি হারিয়ে যাওয়ার পথে। তখনও দেশের উত্তর অঞ্চলের নওগাঁ জেলার পোরশা উপজেলার দুই এক গ্রামে জমি থেকে ধান তোলার জন্য গরুর গাড়ি ব্যবহার হচ্ছে।
কৃষক মো. মুরসালিন জানান, এমন এক সময় আসবে যখন বাংলাদেশে আর কোন গরুর গাড়ি প্রচলন থাকবে না। তখন গরুর গাড়ি হবে শুধুই মাত্র ইতিহাস।

Side banner