কুষ্টিয়া খোকসায় পৌর এলাকার ২নং ওয়ার্ড খোকসা মাঠপাড়ায় আলতাফ মাস্টারের পুকুরে শুক্রবার আনুমানিক রাত ২ঃ০০ টার দিকে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে।
আলতাফ মাস্টারের স্ত্রী বলেন, আমরা রাতে ঘুমিয়েছিলাম। আমার পুকুরের পাশে মাছ চাষ করেন আক্কাস শেখ। তার পুকুরের মাছ যাতে আমার পুকুরে না আসে এই জন্য সে বেড়া এবং জাল দিয়ে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখে। আজকে রাতে দুইটার দিকে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং যে পুকুরের যে ঘেরা ছিল সেটা ভেঙে ফেলা হয়। ভোরের দিকে জানালা দিয়ে তাকাতেই দেখি পুকুরে মাছ মরে ভেসে রয়েছে।
এ বিষয়ে আমার স্বামী আলতাফ হোসেন খোকসা থানায় একটি অভিযোগ দিতে গিয়েছে। অভিযুক্ত আক্কাস শেখ বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ তার পুকুরের সাথে আমি মাছ চাষ করি এবং আলতাফ মাস্টারের পুকুর আর আমার পুকুরের পানি একেই সাথে আর আমি যদি আলতাব মাস্টারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলবো তাহলে তো আমার নিজেরও দুই লাখ টাকার মাছ ছাড়া রয়েছে আমার পুকুরের মাছ মারা যাবে, তারা নিজেরাই বেড়া ভেঙ্গে নিজেরাই মাছ মেরে এখন আমার দোষ দিচ্ছে। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা।
পুলিশের এসআই রাজু আহম্মেদ বলেন, শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। শিক্ষকের বাড়ির পাশে ছোট একটি ডোবা আছে। সেখানে সামান্য কিছু ছোটবড় মরা মাছ ভাসতে দেখেছেন। অভিযোগের তদন্ত শুরু হলে আসল সত্য জানা যাবে।
আপনার মতামত লিখুন :