গত সোমবার (১১ নভেম্বর) বেনাপোল কাষ্টমস হাউজ এলাকা হতে চুরি হওয়া কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ড ১৪-৬০৭৬ গাড়ীটি পরিত্যক্ত অবস্থায় মংলা বন্দর হতে উদ্ধার করা হয়েছে। বেনাপোল পোর্টথানা পুলিশের একটি চৌকস দল অভিনব কৌশল অবলম্বন করে গাড়ীটি উদ্ধার করে।
বেনাপোল পোর্টধানা পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর হতে পণ্য লোড-আনলোডের নিমিত্বে ঢাকা মেট্রো ড ১৪-৬০৭৬ নাম্বারের কাভার্ড ভ্যানটি গত ১১ নভেম্বর/২০২৪ বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বেনাপোল কাষ্টমস হাউজের সম্মুখস্থ রাস্তার পাশে অবস্থান করে। পণ্য লোড সংক্রান্ত বিষয়ে গাড়ী'র চালক গাড়ী রেখে স্থলবন্দর অভ্যন্তরে প্রবেশ করে। পরে বন্দর হতে ফিরে তার গাড়ীটি যথাস্থানে দেখতে না পেয়ে, বন্দরের ট্রাক মালিক সমিতি এবং বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিকট বিষয়টি তুলে ধরলে, তারা স্থানীয় থানায় একটি গাড়ী চুরির অভিযোগনামা দায়ের করতে চালক'কে পরামর্শ দেন।
গাড়ী'র চালক সেই মোতাবেক গাড়ী'র মালিক মোঃ সোহেল হোসেন হৃদয় (৫০) পিতাঃ মোঃ মোতালেব মাতবর গ্রাম- রাজার চর মোল্লাকান্দি, থানা- শিবচর, জেলা মাদারীপুর কে অবহিত করে বেনাপোল পোর্টথানায় একটি গাড়ী চুরির অভিযোগ নামা দায়ের করে।
অভিযোগের সূত্রধরে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জরুরী ভিত্তিতে পুলিশের একটি তল্লাশী আভিযানিক দল প্রস্তুত পূর্বক গাড়ী'র খোঁজে অপারেশনে নামে। পুলিশের নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও মোবাইল সার্ভাইভারের মাধ্যমে বাগেরহাট জেলার মংলা বন্দর হতে কাভার্ড ভ্যানটি পুলিশ উদ্ধার করে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাড়ীর মালিক মো. সোহেল হোসেন হৃদয় ও তার পরিবারের কাছে উদ্ধার করা কাভার্ড ভ্যানটি বেনাপোল পোর্টথানা কর্তৃক হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :