Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাচারের শিকার ২২ বাংলাদেশীকে ফেরত পাঠালো ভারত


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন নভেম্বর ২১, ২০২৪, ০২:২৯ পিএম পাচারের শিকার ২২ বাংলাদেশীকে ফেরত পাঠালো ভারত

কিছু অসাধু দালাল চক্র ভাল কাজের প্রলোভোন দেখিয়ে অবৈধ ভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশী কিশোর-কিশোরী'কে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে। কিন্তু অবৈধভাবে যাওয়া এ সকল বাংলাদেশী বিভিন্ন সময়ে সে দেশের পুলিশের নজরদারীতে পড়ে। 
পুলিশ তাদের'কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়। অপরাধের ধরন হিসেবে বিভিন্ন মেয়াদে জেলবাস শেষে ভারত-বাংলাদেশের মধ্যে ফ্রী-ট্রাভেল ভিসার চুক্তিতে বাংলাদেশে তাদের'কে ফেরত পাঠানোর জন্য সেদেশের কয়েকটি জেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের শেল্টার হোমে ঐ ২২ জন'কে পাঠানো হয়।
পাঠানোর প্রক্রিয়া চুড়ান্ত করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে ২২ জন বাংলাদেশী কিশোর-কিশোরী'কে হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ঐ ২২ জন বাংলাদেশী'কে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করে। 
ভারত হতে ফেরত আসা ঐ সকল বাংলাদেশী'কে সম্পূর্ণ বিনা খরচে তাদের বাড়ীর ঠিকানায় পৌছে দিতে এবং তাদের কর্সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আগ্রহী কয়েকটি বাংলাদেশী এনজিও প্রতিষ্ঠান বেনাপোল পোর্টথানার ওসি বরাবর গ্রহীতারা আবেদন করলে, ওই থানার ওসি মো. রাসেল মিয়া আনুষ্ঠানিক ভাবে ঐ সকল এনজিও'র প্রতিনিধিদের নিকট ২২জন বাংলাদেশীকে হস্তান্তর করে।
ফেরত আসা কিশোর ও কিশোরীরা-যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীর, বরগুনা পটুয়াখালি, কক্সবাজার সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
এনজিও প্রতিনিধিরা হলেন রেখা বিশ্বাস (প্রোগ্রাম অফিসার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি), নুরজাহান রিনা পারভিন (উপজেলা প্রতিনিধি, সলিডারিটি বাংলাদেশ, শার্শা, যশোর) ও আবু তাহের (উপজেলা শিশু সুরক্ষা সমাজকর্মী)।

Side banner