Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পৌর শিশুপার্ক ইজারা নিয়ে তালবাহানার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন


দৈনিক পরিবার | আব্দুল্লাহ আল ফয়সাল নভেম্বর ২১, ২০২৪, ১২:৫৯ পিএম পৌর শিশুপার্ক ইজারা নিয়ে তালবাহানার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের ইজারা নিয়ে তালবাহানা করার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘন এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল মতিন, তৌহিদুল ইসলাম ফরহাদ, আরিফ হোসেননসহ আরো  অনেকে। 
এই সময়ে তারা অভিযোগ করে বলেন, পৌরসভা দরপত্রের ৩৭ লক্ষ ৭'শ টাকা নিয়ম অনুযায়ী আমরা সকল কাগজ পত্র জমা দিয়েছি কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩১ লক্ষ ৫০ হাজার দরপত্রের রেট দেয়। একটি পক্ষ পৌর কতৃপক্ষের উপর প্রভাব খাটিয়ে শিশু পার্ক ইজারা নেওয়ার চেষ্টা করছে। তবে পৌরসভা থেকে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত দেয় হয় নি। আমরা বৈষম্যের শিকার। আমরা চাই তদন্ত করে সর্বোচ্চ দর প্রস্তাবকারীকে পৌর শিশু পার্কের ইজারা দেওয়া হোক।
এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, এটি বর্তমানে টেন্ডার ইভালুয়েশন কমিটির কাছে রয়েছে। তারা মিটিং করেছে। আমি বলেছি সরকারি টেন্ডারের বিধি অনুযায়ী সিন্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত: গত ৩ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর শিশু পার্ক ও গরু বাজারের দরপত্রের আহ্বান করেন। এতে গরু বাজারের জন্য দু'জন ও পৌর শিশু পার্কের জন্য ৭ জন দরপত্র দাখিল করেন। ১২ তারিখে দরপত্র খোলা হলেও এখনো কাউকে ইজারাদার হিসেবে গণ্য করেনি। তবে গুঞ্জন উঠেছে একটি প্রভাবশালী মহলের চাপে পৌর শিশু পার্কের ইজারা সর্বচ্চো দ্বিতীয় দরপত্র প্রস্তাবকারীকে দেওয়ার পায়তারা চলছে। এর প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Side banner