Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় 

পাথরঘাটায় কলেজ ছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত


দৈনিক পরিবার | মল্লিক এম.আই বুলবুল সোহেল নভেম্বর ২১, ২০২৪, ১২:১৬ পিএম পাথরঘাটায় কলেজ ছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত

বরগুনার পাথরঘাটায় ডিগ্রী পড়ুয়া ছাত্রী পরীক্ষা দিয়ে আসার পথে হামলা করে রক্তাক্ত করার অভিযোগ উঠছে নাচনা পাড়া ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে। কলেজ শিক্ষার্থী পাকিজা আক্তারকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার বেলা ৪টার  সময় কাঠালতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড তালুকের চরদুয়ারী  গ্রামে পাকিজার (২০) নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী পাথরঘাটা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী। 
আহত ছাত্রী পাকিজা জানান, তিনি মঙ্গলবার পাথরঘাটা ডিগ্রী কলেজে প্রথম বর্ষের বিএসএস পরীক্ষা শেষে বিকাল দিকে তার বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শিক্ষক  ইসমাইল হোসেন দফাদার ও তার ভাই জাহাঙ্গীর হোসেন এবং বাবা রুস্তম আলী দফাদার তার উপর হামলা করে। 
এ সময় পাকিজার ডাক চিৎকারে তার মা এবং বাবা তাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও ব্যাপক মারধর করা হয়েছে। 
পাকিজার মা মমতাজ বেগম জানান, ইসমাইল হোসেন তাদের দূর সম্পর্কীয় আত্মীয়।  তার মেয়ের  যখন ১৫ বছর বয়সে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেয় তখন পাকিজাকে ইসমাইল বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হলে সেই থেকে তার মেয়েকে বিভিন্ন ভাবে পথে-ঘাটে উত্যাক্ত করে আসছে। বর্তমানে ইসমাইল বিবাহিত কিন্তু সে থেমে থাকেনি। আমার  মেয়ের বিয়ে দেয়ার জন্য পাত্র ঠিক করা হয়েছে। এই খবর পেয়ে মেয়েকে পথে-ঘাটে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করছে এ নিয়ে আজকের ইসমাইলের সাথে বাকবিতণ্ডা শুরু হলে ইসমাইল পাকিজাকে দাও দিয়ে কুপিয়ে জখম করেছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। 
আহত পাকিজার সঙ্গে কথা বলে জানা যায়, আমাকে প্রায় সময়েই ইসমাইল  বিরক্ত করে আসছে, আমার বিবাহ ঠিক হয় তাই ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় ইসমাইল সহ তার ভাই জাহাঙ্গীর এবং বাবা রুস্তম  যাতে  আমার বিবাহটি ভেঙ্গে যায়। 
পাথরঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসিন কবির জানান, আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি এর বিচারের জন্য মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থার নিবেন বলে তিনি জানান।
এ বিষয়ে শিক্ষক ইসমাইল হোসেন দফাদার জানান, পাকিজার পরিবারের সকলের মুখ খারাপ। আমরা তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথে সব সময় গালমন্দ করে। আজ সকালে আমার বড় ভাই জাহাঙ্গীর হোসেন এই বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। আমি ঘটনা স্থলে ছিলাম না। পরে তাদের মুখে শুনেছি মারামারির ঘটনা। তাদের সাথে আমাদের পূর্বে কোন শত্রুতা ছিল না। 
সরেজমিনে গিয়ে খোঁজ জানা যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির ঘটনা ঘটেছে এটা সত্য আগে থেকেই এই ইসমাইলের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে যার কারনে আজকের  মারামারির ঘটনা ঘটছে।
পাথরঘাটা থানার ওসি মো:মেহেদী হাসান জানান, আমরা বিষয়টি অবগত আছি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে  তদন্ত করছে। ভিকটিম থানায় মামলা করলে আমরা যথাযথ ব্যবস্থার নিবে বলে তিনি জানান।

Side banner