প্রতিবারের ন্যায় এবারও হয়ে গেলো মেহেরপুরের গাংনী উপজেলা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান গাংনী রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারসহ স্টাফদের নিয়ে আনন্দ ভ্রমণ। এবারের স্থান নির্ধারণ করা হয়েছিল বান্দরবান।
সোমবার (১৮ নভেম্বর), সন্ধার দিকে বান্দরবান ভ্রমণ শেষ করে গাংনীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিলাসবহুল গাড়িটি।
এর পূর্বে গত রোববার রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল থেকে দুপুরের দিকে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা দেন। যেটি সোমবার ভোরের দিকে বান্দরবান পৌঁছে। যথারীতি সকালের নাস্তা শেষ করে বান্দরবানের নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির, নীলাচল ও মেঘলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেন ৪৮ সদস্যের একটি দল।
নিজ জেলা ছেড়ে সকলে বান্দরবানে পৌঁছে এ এক মিলন মেলায় পরিণত হয়। ভ্রমণ শেষে সোমবার বিকেলের দিকে নীলাচলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এসময় তরিকুল ইসলামের সহধর্মিণী রাশনা শারমিন রাখি, ভাই রাকিবুল ইসলাম রবিন, ম্যানেজার রুবেল হোসেন, টেকনোলজিস্ট রনি ইসলাম, রিসিপশনিস্ট রোকসানা আক্তার লিপি, হুমায়ুন মেডিকেল হলের স্বত্বাধিকার হুমায়ুন কবির সুজন, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন ও হাসপাতালের নার্স সুমিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু ভাবে আনন্দ ভ্রমণ শেষ করতে পেরে এবং এ আয়োজনের জন্য সকলেই হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :