যশোরের ঝিকরগাছায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা 'পেন ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পিঠা তৈরির প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার প্রধান অতিথি হিসেবে ৩ জন বিজয়ী যুবদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ারদার, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, নিশানা লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাসুমা মিমসহ প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা উৎসব আয়োজনের রকমারি ও সুস্বাদু পিঠা ও কেক প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাহারি ও রকমারি পিঠার স্বাদ গ্রহণ করে পিঠা নির্মাতাকারি প্রশিক্ষণার্থীদের চিরোচরিত বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরায় ভুয়সী প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :