বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মো. হাফিজুর রহমান, স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ্যাড. মো. আব্দুস সালম, মারশার এগ্রোবেট এর বরগুনা জেলার দায়িত্বে নিয়োজিত টেরিটোর অফিসার মো. খাইরুল ইসলাম, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের প্রভাষকগণ, ছাত্রছাত্রীবৃন্দ, স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ভিডিও কনফারেন্সে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশন এর সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মো হাফিজুর রহমান বলেন,"দেশের বায়ু মাটি গাছ লাগিয়ে করব খাঁটি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করেন, এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছের চারা লাগানোর জন্য অনুরোধ করেন। স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃফারুক রহমানকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন বাংলাদেশের অনেক দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশনকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির ভক্তিতায় স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ্যাড, মোঃ আব্দুস সালাম বলেন,গাছ আমাদেরকে অক্সিজেন দেয় তাই গাছে গুরত্ব আমাদের জীবনে অপরিসীম। উপস্থিত সকলকে অনুরোধ করেন অন্তত একটি করে গাছ লাগানোর জন্য।
সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃজিয়াউল করিম বলেন,এদেশর মাটি আমাদের মা, মাকে রক্ষা করে আমাদের সকলের দায়িত্ব। গাছ লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। বাংলাদেশ প্রায় ২০ কোটি মানুষ সকালে যদি একটি করে গাছ লাগায় তাহলে ২০ কোটি গাছ রোপন করা হবে। তিনি স্বপ্নযাত্রা একতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :