মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যুবলীগ নেতা ও জি আর ওয়ারেন্টভুক্ত আসামীকে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল আহাদ (২৪) ও ফারুক ওরফে সাহাব উদ্দিন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল দক্ষিণ ডিমাই গ্রামের ফরিছ আলীর ছেলে ০৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন (৩৮) মামলা নাম্বার ০৯(০৮)২৪ (রাজনৈতিক) এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী এবং অপরজন জি/আর ৭৩/২৪(বড়লেখা) এর ওয়ারেন্টভুক্ত আসামী বালুচর গ্রামের শামসুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২৪) কে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :