কাবিং করবো, সুশৃঙ্খল জীবন গড়বো এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পরী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ স্কাউটস উপজেলা এর আয়োজনে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলার সহ-সভাপতি এনায়েতুর রশিদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলার সভাপতি স্বীকৃতি প্রামাণিক।
শুরুতেই জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও উপজেলা স্কাউটসের পতাকা উত্তোলনের করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ ও উপজেলা স্কাউস লিডার শেখ বাদশা মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর উপজেলা কমিশনার শেখ নজমুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি এনায়েত রশিদ জানান, ৫ দিনব্যপী এ অনুষ্ঠানে ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীরা কাবে অংশগ্রহণ করেছেন। এ অনুষ্ঠানে পিটি, প্যাক মিটিং, গ্রান্ড ইয়েল, আইন প্রতিজ্ঞা, মহাতাবো জলসা, কাব অভিযান সহ নৈতিক ও দেশ প্রেমে জাগ্রত করা হবে শিক্ষার্থীদের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এটিএম আনিছুর রহমান, মমিনুল ইসলাম, মিজানুর রহমান, মতিনুর রহমান, ফয়জুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
আপনার মতামত লিখুন :