Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাঞ্ছারামপুরে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৪, ১০:৪৫ পিএম বাঞ্ছারামপুরে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। টেটাবিদ্ধ আহতদের মধ্যে নরসিংদী বেসরকারি হাসপাতাল ও গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামে শিবু মিয়া ও আজগর আলী গ্রুপের আধিপত্য বিস্তার এবং দুই পরিবারের মধ্যে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে দিনভর সংঘর্ষ চলতে থাকে। দুই গ্রুপের কয়েকশ লাঠিয়াল দাঙ্গাবাজ টেঁটা, রামদা, ঢাল, সুরকি, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
দিনব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহতরা হলেন আব্দুল মিয়া, তাজু মিয়া, হালিমা বেগম, শাহিন মিয়া, ময়না বেগম, নজরুল ইসলাম, বিপ্লব মিয়া, মাসুম মিয়া, রহমতুল্লাহ, শাহিন মিয়া-১, শাহিন মিয়া-২, আহসান উল্লাহ, ধন মিয়া, জামাল মিয়া, আাসাদ মিয়া সহ আরও অনেকে। আহতদের অনেকে পুলিশ ও হামলার ভয়ে গাঁ ঢাকা দিয়েছে। 
শান্তিপুর গ্রামের মেম্বার শামিম মিয়া জানান, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেই সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। আহতদের একজনের অবস্থা গুরুতর। 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শান্তিপুর গ্রামের জনৈক ব্যক্তি জানান, মোক্তার মিয়া ওই দুই গ্রুপকে নিয়ন্ত্রণ করে। আজকের ঘটনার জন্য তিনি মোক্তার মিয়াকে দায়ি করেন। 
এই ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার ও বিরোধকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Side banner