Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বিদ্যুৎস্পৃষ্টে আহত নাজমুলের 


দৈনিক পরিবার | মো. আফফান হোসাইন আজমীর নভেম্বর ১২, ২০২৪, ০৮:০১ পিএম অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বিদ্যুৎস্পৃষ্টে আহত নাজমুলের 

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফকিরেরহাট ধোপাকোল গ্রামের মৃত আব্দুল ওয়াবের পুত্র দিনমজুর মো. নাজমুল হাসান বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
গত এক মাস আগে রংপুর পল্লী বিদ্যুতের ১১ হাজার কেবি ভোল্টেজ বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেলেও, অলৌকিক ভাবে বেঁচে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পরিবার সুত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট আহত নাজমুলকে সুস্থতায় ফিরাতে চিকিৎসার জন্য আর্থিক সংকটাপূর্ণ হওয়ায় দেশবাসীর কাছে বেঁচে থাকার আকুতি, এমতাবস্থায় চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন বিদ্যুৎস্পৃষ্টে আহত নাজমুলের পরিবার।
আহত নাজমুলের মা বলেন, আমাদের সংসারের সব বিক্রি করে ছেলের চিকিৎসা করে এখন আমরা নিঃস্ব। ধার-দেনা কীভাবে শোধ করব তার কোনো ব্যবস্থা নেই। আবার নাজমুলকে আরও ডাক্তার দেখাতে হবে, ওষুধ কিনতে হবে, সে চিন্তায় আমাদের চোখের ঘুম হারিয়ে গেছে। আমার সন্তান এক মাস ধরে হাসপাতালে, এখন পর্যন্ত কেউ একটু খবরও নিল না। সরকারের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা কামনা করছি।
সহযোগিতার জন্যে ০১৭২২৮২৮৮২৩ (আহত নাজমুলের পরিবার)

Side banner