Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মৌলভীবাজারে চিল পাখির থাবায় ছাত্রী আহত


দৈনিক পরিবার | তিমির বনিক নভেম্বর ১২, ২০২৪, ০৭:৫০ পিএম মৌলভীবাজারে চিল পাখির থাবায় ছাত্রী আহত

গ্রামে বা শহরে প্রবাদ আছে, চিলে কান নিয়ে গেছে! এবার এমন বিচিত্র ঘটনার সাক্ষী মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাতেহা আক্তার (১৬) চিল পাখির আক্রমণে আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম জানান, স্কুলের পিছনে মেহগনি গাছে একটি চিল পাখি বাসা বেঁধেছে। স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার বারান্দায় ছাত্রীরা হাঁটাহাটি করছিল। এ সময় হঠাৎ একটি চিল পাখি ঝাপটি মেরে মিমের বাম চোখে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার চোখের টিসু কেটে গেছে। 
এ ঘটনায় ছাত্রীদের সাবধান অবলম্বন করে চলাচল করার কথা জানান।

Side banner