Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কাঠ পুড়ানোর অভিযোগে কয়েল কারখানায় যৌথ দপ্তরের অভিযান


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন নভেম্বর ১২, ২০২৪, ০৫:১২ পিএম কাঠ পুড়ানোর অভিযোগে কয়েল কারখানায় যৌথ দপ্তরের অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো ও বিপুল পরিমাণে কাঠ মজুদের অভিযোগে নিউটেক এগ্রো সার্ভিস নামে মশা তাড়ানোর কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন প্রশাসন। 
সোমবার (১১ নভেম্বর) দুপুরে পৌরশহরের খুটামারা এলাকায় ওই কারখানায় এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও তুরাব হোসেন। পরে কারখানা পরিদর্শন শেষে তিনি বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। 
বিকেলে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যৌথ ভাবে কারখানা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরে কর্তৃপক্ষকে কাঠ না পুড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, নিয়ম ভঙ্গ করে কাঠ পোড়ানো ও মজুদের অভিযোগের সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী আমরা কারখানা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিব। এরপর তা পেলে সেই অনুয়ায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে ফরেস্টার রিয়াজুল হাসনাত বলেন, জ্বালানি কাঠ মজুদ করতে হলে ডিপো লাইসেন্স থাকতে হয়। আমরা সেটা পাইনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় সেনাবাহিনীর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Side banner