বরগুনার তালতলীতে শ্যামল চন্দ্র সরকার (৫৫) নামে এক বন প্রহরীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার সকিনা এলাকার বিট কর্মকর্তার পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শ্যামল চন্দ্র সরকার ঢাকা জেলার ধামরাই উপজেলার দিমুখা এলাকার সুখলাল চন্দ্র সরকারের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ মাস আগে শ্যামল চন্দ্র সরকার তালতলী রেঞ্জের সকিনা বিটে বন প্রহরী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে প্রায়ই তিনি অসুস্থ থাকতেন। রবিবার কোনো এক সময়ে গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে শ্যামল চন্দ্র সরকারের লাশ ভাসতে দেখে সকিনা বিটের অন্য প্রহরীদের খবর দেয়। পরে উদ্ধার করে তালতলী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সকিনা বিট কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, শ্যামল চন্দ্র দীর্ঘদিন অসুস্থ থাকায় তেমন দায়িত্ব দেওয়া হয়নি। প্রায়ই তিনি অসুস্থ থাকতেন। আজ মসজিদে নামাজ পড়ার সময়ে খবর পাই পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তালতলী থানার ওসি কামাল খান বলেন, দুপুরে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় ও লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :