Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৮:০৮ পিএম ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১

যশোরের ঝিকরগাছায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত নুরুল হোসেন (৫৭) ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। 
নিহতের আত্মীয় আব্দুল আলীম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বাজার করে বাড়ি ফেরার পথে কীর্তিপুর মোড়ে রাস্তা পার হতে গেলে যশোরগামী কাভার্ডভ্যান (যশোর ট-১২৫৭) তাকে চাপা দেয়। এতে তাঁর মাথা ও শরীরে বিভিন্ন অংশে আঘাত পান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Side banner