মৌলভীবাজারের বড়লেখায় জরায়ু ক্যান্সার এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার আলিয়া ও কাওমী মাদ্রাসার অধ্যক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলার সেক্রেটারী ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জিয়াউল হক কাঞ্চনপুরীর আহবানে মতবিনিময় সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার সুফল নিয়ে উপজেলার সকল ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০-১৪ বছরের কিশোরীদের এ টিকার আওতায় নিয়ে আসার জন্য অধ্যক্ষদের সহযোগিতা কামনা করা হয়।
তিনি আরও বলেন, এইচপিভি টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে না জেনে নানা ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দুস্কৃতিকারীরা, এমন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে টিকার আওতায় প্রত্যেক প্রতিষ্ঠানগুলোর কিশোরীদের নিয়ে আসার জন্য শিক্ষক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করা হয়।
মতবিনিময় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সার্ভিলেন্স এবং ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মুত্তাকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান সহ উপজেলার প্রায় ২০টি মাদরাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :