Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সিন্ডিকেট ভাঙতে কুমারখালীতে ন্যায্য মূল্যে সবজি বিক্রি


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ০৮:৩৪ পিএম সিন্ডিকেট ভাঙতে কুমারখালীতে ন্যায্য মূল্যে সবজি বিক্রি

কুষ্টিয়ার কুমারখালীতে ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের সবজি বিক্রির উদ্যোগ নিয়েছেন ছাত্র জনতা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌরসভার তহবাজারের মুল গেটের পাশে সবজি বিক্রি করছেন তারা।
ছাত্র জনতার পক্ষ থেকে আসাদুজ্জামান আলী জানান, বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ জনগণের কাছে ন্যায্যমুল্য কাঁচা তরিতরকারি পৌঁছে দিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে সারা বাংলাদেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমারখালীতে তারা ন্যায্যমুল্যর কাঁচাবাজার চালু করেছেন। ব্যবসা করা মুল উদ্দেশ্য নয় বরং সিন্ডিকেট ভাঙতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা দোকান চালু করার পর ইতিমধ্যে কাঁচা বাজারে প্রভাব পরেছে বলে জানান।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম জানান, ছাত্র জনতার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নিয়মিত জনগণের কাছে ন্যায্যমুল্য কাঁচা তরিতরকারি বিক্রি অব্যাহত থাকলে সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে। ছাত্র জনতার এই উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Side banner