Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

উলিপুরের লুটপাট হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ


দৈনিক পরিবার | রফিকুল ইসলাম নভেম্বর ৬, ২০২৪, ০৭:১১ পিএম উলিপুরের লুটপাট হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ছিদ্দিক গং কর্তৃক মামলার বাদি হাছেন আলী গং-এর  জমি জবর দখল, লুটপাট, হামলা ও বাড়ীঘর ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। 
মশালের চর এলাকায় মৃত ছলিমুদ্দিনের পুত্র হাছেন আলী নিজে বাদী হয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ খবর নিয়ে জানা গেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকায়  মৃত ছলিমুদ্দিনের পুত্র হাছেন আলী গং দীর্ঘ কয়েক যুগ ধরে চিতুলিয়া মৌজায় এস.এ দাগ নং-৭৭০, ৭৭১ মুলে ১৮ একর ১৫ শতক জমি ভোগ দখল করে আসছিল। 
বাদীর স্বত্ত দখলীয় জমি সমূহ বিবাদী (১) ছিদ্দিক আলী (২) মোফাজ্জল হোসেন (৩) মুসা মিয়া (৪) আবুল হোসেন (৫) লাল মিয়া (৬) মাইদুল ইসলাম, (৭) চান মিয়া (৮) আব্দুল গফুর (৯) খলিলুর রহমান (১০) ফারুক মিয়া (১১) মোতালেব হোসেন, (১২) শফিকুল ইসলাম (১৩) জহুরুল ইসলাম।(১৪) আক্তার হোসেন (১৫) মাঈদুল ইসলাম (১৬) শহিদুল ইসলাম (১৭) বাদশা মন্ডল (১৮) সন্তেষ আলী সর্ব সাং- মশালের চর সহ অজ্ঞাত নামা ১৫/২০জন বিবাদী দীর্ঘদিন যাবৎ হাছেন আলী গং- এর জমি সমূহ জবর দখলের চেষ্টায় নানারকম ফন্দি ফিকির ও বাদী পক্ষের লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে আসছে। 
এরকম অবস্থায় বাদীর চাচাতো ভাই ইছাহাক আলী গং বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে উলিপুর সহকারী জজ আদালতে ৪৩/২০২৪ইং অন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করেন। 
গত ১৮/০২/২০২৪ইং তারিখে বিজ্ঞ সহকারি জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে আদালতের যথারিতী নোটিশাদী জারী হওয়ার পর আসামীগণ ন্যায় আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ সহকারী জজ গত ০৪/০৩/২০২৪ইং তারিখে তফসিল বর্ণিত জমিতে আসামীগণকে প্রবেশ করা হতে বারিত করেন মর্মে আদেশ দেন। আদালতের আদেশ চলমান থাকা অবস্থায় আসামীগণ বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে গত ০৬/০৩/২০২৪ইং বুধবার সকালে পূর্ব পরিকল্পনা মতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর জমিতে অনাধিকার প্রবেশ করে। 
এসময় বাদী হাছেন আলীর বাড়ী ঘর ভাঙচুর, বেড়াডাটি ভাঙচুর, বাদীর লোকজনকে মারপিট কিল ঘুষি মারিয়া মাসুদ মিয়াকে ফুলা ছিলা জখম করে। বাদীর লোকজন বাদশা মিয়াকে আসামী পক্ষ মারপিট করে কালো ফুলা জখম করে। 
এসময় আসামীগণ বাদীপক্ষের লোকজনের ঘরে থাকা মালামাল লুটপাট পূর্বক কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। সেই সাথে আসামী পক্ষ পেশী শক্তির বলে বাদীর স্বত্ত দখলীয় জমি সমূহ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল করেছে।  
এঘটনায় মশালের চর এলাকায় মৃত ছলিমুদ্দিনের পুত্র হাছেন আলী নিজে বাদী হয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Side banner