Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নওগাঁয় খামার থেকে গরু চুরি


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৬:৫৪ পিএম নওগাঁয় খামার থেকে গরু চুরি

নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশী জাতের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। 
মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর রেললাইন এলাকায় সিরাজুল ইসলামের খামারে এ ঘটনাটি ঘটে।
৮-১০ জনের একটি চোরের দল খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়ে গেছে। এই ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই খামারে গরু লালন পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে ৮টি বিদেশী জাতের গরু ছিল। মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলেন। আমি দরজা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন। এরপর চোরের দলেরা আমার খামারের দড়জা খুলে খামার থেকে বিদেশী জাতের বড় তিনটি গাভী ও ৪টি বাছুর চুরি করে নিয়ে গেছে। 
এ ঘটনায় আমরা বুধবার সকালে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Side banner