“আর নয় ভিক্ষা কর্মই হোক দিক্ষা” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার (৬ নভেম্বর) ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৬টি চার্জার ভ্যান ৬টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাফিউল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার, সাংবাদিক, উপকারভোগীগণ ও এলাকার সুধীজন।
উপকার ভোগীরা হচ্ছেন হরিপুর উপজেলার ১. মো, মকবুল হোসেন পিতা. ইর বকস, গ্রাম দনগাঁও ২. মো. মনসুর আলী, পিতা, মো, আবুল হোসেন, গ্রাম চৌরঙ্গী বাজার ৩. মো. জিরান আলী পিতা মৃত খয়মুদ্দীন গ্রাম, হরিপুর(বাগান বাড়ী) ৪. মো, আমিরুল ইসলাম পিতা মৃত আব্দুল হামিদ গ্রাম ডাঙ্গী পাড়া ৫. মো, নইমুদ্দিন পিতা মৃত সলিম উদ্দীন গ্রাম মশানগাঁও ৬. মোছাঃ আনু, স্বামী তফাজুল হক গ্রাম চাপাসার (গুচ্ছগ্রাম), হরিপুর-ঠাকুরগাঁও।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রাফিউল ইসলাম উপকারভোগীগণের উদ্দেশ্যে বলেন, সরকারি পুনবার্সন পাওয়ার পর আর যেন ভিক্ষাবৃত্তি না করা হয়। এ বিষয়ে সকলকে সচেতন মুলক পরামর্শ দেন।
উপকার ভোগীদের মধ্যে মকবুল হোসেন বলেন, আমি আগে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতাম এখন সরকারের পাওয়া চার্জার ভেনগাড়ি পেয়ে আর ভিক্ষাবৃত্তি করব না। এখন থেকে পরিশ্রম করে জীবন যাপন করব।
আপনার মতামত লিখুন :