মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো: আজাদ হোসেন খান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া প্রমুখ।
জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধাদের কে নিয়ে উপস্থিত সকলের মতামত ক্রমে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার কে আহবায়ক, এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলী সেলিম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূইয়াকে যুগ্ম আহবায়ক করা হয়। তাছাড়া দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেনকে মনোনীত করা হয়।
সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার।
পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া।
আপনার মতামত লিখুন :