Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

নিখোঁজ আবু বক্কর ১৫ দিনেও বাড়ি ফিরেনি


দৈনিক পরিবার | মল্লিক মো. ইলিয়াছ বুলবুল সোহেল নভেম্বর ৬, ২০২৪, ০৪:০৫ পিএম নিখোঁজ আবু বক্কর ১৫ দিনেও বাড়ি ফিরেনি

বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড বড়ইতলা সরদার বাড়ি হাফিজি পড়ুয়া ছাত্র মামাত আবু বক্কর মাদ্রাসার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেই থেকে আজও আবু বক্করের (১৩) খোঁজ মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার দাদা, মা ও পাথরঘাটার আবু বক্কর এর নিখোঁজ জিডির দায়িত্বরত এসআই মোঃ আলী হোসেন। 
গত ১৯ অক্টোবর শনিবার বিকাল ৪টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সেই থেকে  আর খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র আবু বক্করের। আবু বক্কর এর অনুপস্থিতির শূন্যতায়, সন্তানের মায়ায় কান্না থামেনি হতভাগা মায়ের।খাওয়া-দাওয়া বন্ধ প্রায়, পথের দিকে  চেয়ে  আছে কবে ফিরবে কলিজার টুকরা আবু বক্কর। 
আবু বক্করের দাদা মোঃ জাফর আলী সরদার জানান, গত ১৯ অক্টোবর মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আজও ফিরেনি  আমার আদরের নাতি আবু বক্কর। 
আমরা আবু বক্করের দিকে চেয়ে আছি কখন ফিরবে বাড়িতে। এমন জায়গা নাই যে, যেখানে আবু বক্কর কে খুজিনি। আবু বক্কর এর খোঁজে থানায় গেছি জিডি করেছি। আত্মীয়স্বজনের বাড়িতেসহ  বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু আবু বক্কর এর খোঁজ মেলেনি। 
পাথরঘাটা উপজেলার কামারহাট এলাকায় অবস্থিত কুপধন জামিয়া রশিদিয়া মান্নানিয়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান আমাদের মাদ্রাসা গত ১১  অক্টোবর ছুটি হয়। আবার পুনরায় ১৫ই অক্টোবর মাদ্রাসার ক্লাস শুরু হলেও আবু বক্কর মাদ্রাসায় আসেনি, পরে আমরা ২০ অক্টোবর আবু বক্করের বাড়িতে ফোন করে জানি সে  ১৯  অক্টোবর বিকাল ৪টায়  মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু আবু বক্কর মাদ্রাসায় আসেনি। সেই থেকে আমরা শিক্ষকসহ ছাত্ররা, অভিভাবকরা আবু বক্কর এর খোঁজ করছি  কোথায় গেল আবু বক্কর। 
পাথরঘাটা থানায় আবু বক্কর এর জিডির দায়িত্বরত এসআই মোঃ আলী হোসেন জানান, আমরা বিভিন্নভাবে আবু বক্কর এর খোঁজে কাজ করছি। আবু বক্কর এর বাড়ি সহ তার মাদ্রাসায় আমরা তদন্ত করছি কিভাবে আবু বক্কর হারিয়ে গেল কিভাবে আবু বক্করকে খুঁজে বের করা যায়। 
এদিকে আবু বক্কর এর বাড়িতে খোঁজ নিলে আবু বক্কর শারীরিক গড়ন সম্পর্কে তার মা বলেন, তার গায়ের রং শ্যামলা লম্বা আকৃতির, চোখ ভাসা ভাসা, পরনে পাঞ্জাবি ও পায়জামা। বয়স-১৩। 
ঠিকানা-পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ড বড়ইতলা সরদার বাড়ি। মোবাইল নম্বর ০১৯৭৫২১৩৬৩৪ সহৃদয়বান ব্যক্তি খোঁজ দিয়ে এই নাম্বারে যোগাযোগ করুন।

Side banner