Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মনিরামপুরে টিসিবি কার্ডের মালামাল বিতরণ 


দৈনিক পরিবার | মাসুদ রায়হান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ০৭:৫৫ পিএম মনিরামপুরে টিসিবি কার্ডের মালামাল বিতরণ 

যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯ টায় টিসিবি কার্ডের পণ্য ৪৭০ টাকা দরে বিতরণ করা হয়।
টিসিবি কার্ডের পণ্য বিতরণ করেন উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি সাহা, ইউপি সদস্য ছবিরুননেচ্ছা ১,২,৩নং ওয়ার্ড উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কর্মকর্তা আরও প্রমুখ।
টিসিবি কার্ডের মালামালের ডিলার মেসার্স হীরা কনস্ট্রাকশন মনিরামপুর, মেসার্স মুজাহিদ এন্টারপ্রাইজ মনিরামপুর, টিসিবি বরাদ্দকৃত কার্ডের সংখ্যা (৮৮৭,৮৮৬টি) টিসিবি কার্ডের বিক্রয় সংখ্যা (৮৪৪,৮৪৫টি) এন আইডি কার্ডের মাধ্যমে বিক্রয়ের সংখ্যা (৪,৪৩,৪১টি) সুষ্ঠু সুন্দর ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে কোনো কার্ডের মালামাল অবশিষ্ট নেই বলে জানিয়েছেন টিসিবি এর কর্মকর্তা গনেরা।
শ্যামকুড় ইউনিয়নের জন্য বরাদ্দকৃত (১৭৭৩টি) দুঃস্থ অসহায়, দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাউল, ২ কেজি মসুরের ডাউল এবং ২ লিটার সয়াবিন (পুষ্টি) তৈল, সুষ্ঠু সুন্দর ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে টিসিবি কার্ডের বিষয়টি নিয়ে মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে প্রেরিত হয় তবে টিসিবির পণ্য ক্রয়ের জন্য প্রতিবারই একই কার্ড প্রদর্শন করতে হবে।

Side banner