Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প


দৈনিক পরিবার | শাহিন নুরী, গাইবান্ধা প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৭:৫২ পিএম আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

গাইবান্ধা জেলার পাবলিক লাইব্রেরি হলরুম চত্বরে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর আয়োজনে আলোচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দেশের উত্তর জনপদ তিস্তা-ব্রহ্মপুত্র নদী ও চর এলাকায় জলবায়ু পরিবর্তনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকার আশা জাগানো মানুষজনের জীবনযাত্রা নিয়ে তিন দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় গণ উন্নয়ন কেন্দ্র (এটক) সংস্থার নির্বাহী প্রধান এম আবদুস সালাম এর আমন্ত্রণে শহরের পৌরপার্ক পাবলিক লাইব্রেরি হল রুমে এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র-জিইউকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে। 
আলোকচিত্রী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন পিপিএম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। 
সম্মানীত অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান, জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা জামাতের আমির মোঃ আব্দুল  করিম। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য দেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ। 
এই প্রদর্শনী ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

Side banner